কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি? [MCQ]

5/5(4 votes)

Question:- কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি?

উত্তরঃ A. কম্পিউট

Explanation:- কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি

  1. কম্পিউটারের আবিষ্কারক কে?

    উত্তরঃ কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এ্যাইকিন।

  2. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?

    উত্তরঃ কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রো প্রসেসরকে ৷

  3. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?

    উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ৷

  4. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

    উত্তরঃ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে ৷

  5. কম্পিউটারে কোনটি নেই?

    উত্তরঃ কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই ৷

  6. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

    উত্তরঃ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটস ৷

Related Questions:-