Question: অ্যাডা লাভলেস প্রোগ্রামিং-এর ধারণা সামনে নিয়ে আসেন কোনটিকে কাজে লাগানোর জন্য?
👁 234
Explanation:- অ্যাডা লাভলেস প্রোগ্রামিং-এর ধারণা সামনে নিয়ে আসেন চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিন কাজে লাগানোর জন্য ৷
-
এনালিটিক্যাল ইঞ্জিন কি?
উত্তরঃ এনালিটিক্যাল ইঞ্জিন হলো ১৯ শতকে চার্লস ব্যাবেজ দ্বারা গণনা এবং অন্যান্য কাজের জন্য তৈরি, যা বর্তমার কম্পিউটারের পূর্বসরী বলা হয় ৷ এনালিটিক্যাল ইঞ্জিনে সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষা দেন অ্যাডা লাভলেস ৷
-
চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় কত সালে?
উত্তরঃ চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় ১৮৩৩ সালে ৷
Related Questions:-