Question:- সফটওয়্যারের প্রকারভেদঃ সফটওয়্যার কত প্রকার?
Explanation:- সফটওয়্যারের প্রকারভেদঃ সফটওয়্যার ২ প্রকার ৷ সফটওয়্যার মূলত অদৃশ্য শক্তি ৷ কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যারকে ৷
কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা ‘সফটওয়্যার’ বলা হয়।
সফটওয়্যার দুটি ভাগে বিভক্ত। যথা:
- ১. সিস্টেম সফটওয়্যার (System Software)
- ২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
সিস্টেম সফটওয়্যার (System Software): সিস্টেম সফটওয়্যার হলো এমন এক ধরনের প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা যায়। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায় না। কম্পিউটার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার আছে। যেমন:
- ১. মাইক্রোসফট উইন্ডোজ
- ২. লিনাক্স
- ৩. ইউনিক্স
- ৪. ম্যাক ওএস। (অ্যাপল কম্পিউটারের জন্য)
অ্যাপ্লিকেশন সফটওয়্যার(Application Software) : অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যেগুলো ব্যবহারকারীর সুনির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য তৈরি করা। যেমন:
- ১. মাইক্রোসফট ওয়ার্ড (ওয়ার্ড প্রসেসিং)
- ২. মাইক্রোসফট এক্সেল (স্প্রেডশিট প্রোগ্রাম)
- ৩. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট (প্রেজেন্টেশন সফটওয়্যার)
- ৪. মাইক্রোসফট এক্সেল (ডেটাবেজ সফটওয়্যার)
- ৫. আডৌবি ফটোশপ (গ্রাফিক্স সফটওয়্যার)
- ৬. আডৌবি ইলাস্ট্রেটর (গ্রাফিক্স সফটওয়্যার)
- ৭. ভিএলসি মিডিয়া প্লেয়ার (অডিও ও ভিডিও দেখার সফটওয়্যার)
- ৮. অপেরা (ওয়েব ব্রাউজার)না করেন চালিত
এ ছাড়া আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে।
Related Questions:-