রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?

(ক)অ্যারিস্টটল
(খ)জন লক
(গ)প্লেটো
(ঘ)সক্রেটিস

উত্তরঃ (গ) প্লেটো


সংক্ষেপে ব্যাখ্যাঃ

রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো ৷

রিপাবলিক-কে প্লেটোর সবচেয়ে প্রতিনিধিত্বমূলক রচনা মনে করা হয়। তার পেছনে একটি কারণ হতে পারে এই যে, সংলাপটিতে প্লেটোর আলোচিত প্রায় সকল বিষয়-রাষ্ট্রতত্ত্ব, অধিবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ধর্মতত্ত্ব, শিক্ষাতত্ত্ব, মনস্তত্ত্ব, শিল্পতত্ত্ব, ইহলোক ও পরলোকের সুখ, সগুণ, ইত্যাদি-সন্নিবেশিত হয়েছে এবং ‘দুই মলাটের মধ্যে’ প্লেটোর সৃজনসামগ্রীর আস্বাদ নিতে হলে রিপাবলিক পাঠই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। রিপাবলিক-এ একটি আদর্শ রাষ্ট্রের চিত্র অঙ্কন করা হয়েছে যেখানে শাসকশ্রেণি সকল দুর্নীতির ঊর্ধ্বে অবস্থান করেন, তাঁদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকে না, প্রচলিত অর্থে তাঁদের পরিবার-পরিজনও থাকে না; তাতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়।

সর্বোত্তম-এর শাসন প্রতিষ্ঠাই সেই রাষ্ট্রের অনুসৃত নীতি। নিজেদের, নাগরিকদের এবং রাষ্ট্রের সুখই শাসকের (শাসককুলের) একমাত্র লক্ষ্য হিসেবে দেখা দেয় সেই রাষ্ট্রে। সে এক কল্পরাজ্য (ইউটোপিয়া) বইকি! দার্শনিক রাজার শাসনের প্রস্তাবের মধ্য দিয়ে নৈতিক জীবন, দর্শনানুসারী জীবনই যে শ্রেষ্ঠ জীবন সেই প্রত্যয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয় সেই রাজ্যে। এই ইউটোপিয়াই হয়তো গত আড়াই হাজার বছর ধরে মানবসভ্যতাকে আকৃষ্ট, মুগ্ধ করেছে; তাই হয়তো আমরা এখনো রিপাবলিক পাঠে গভীরভাবে উদ্বুদ্ধ হই।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(4 votes)
Scroll to Top