[Question] চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
(ক) | ২৪ জন |
(খ) | ২৫ জন |
(গ) | ২৬ জন |
(ঘ) | ২৭ জন |
Explanation: চর্যাপদে ২৪ জন কবির পদ রয়েছে ৷
-
চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি কে?
উত্তরঃ চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি লুইপাকে বলা হয় ৷
-
চর্যাপদ এর অপর নাম কি?
উত্তরঃ চর্যাপদ এর অপর নাম চর্যাচর্যবিনিশ্চয় ৷
-
চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে?
উত্তরঃ চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহােপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ৷ তিনি ১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে এই পুথিটি আবিষ্কার করেন।
-
চর্যাপদের সংস্কৃত টিকার নাম কি?
উত্তরঃ আধুনিক পণ্ডিতগণের মতে পুথির সংস্কৃত টিকার নাম চর্যাশ্চর্যবিনিশ্চয় ছিলো ৷
-
চর্যা শব্দের অর্থ কি?
উত্তরঃ চর্যা শব্দের অর্থ হলো আচরণ, অনুষ্ঠান ধর্মাচর্যা ৷
-
চর্যাপদ কি?
উত্তরঃ চর্যাপদ হলো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নিদর্শন।
-
চর্যাপদের কবির সংখ্যা কতজন?
উত্তরঃ ডঃ. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের কবির সংখ্যা 23 জন।
Related Questions: