Question:- কম্পিউটার শব্দের অর্থ কি?
Explanation:- কম্পিউটার শব্দের অর্থ গণনা করা ৷
কম্পিউটার বলতে কী বুঝায়?
আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম গণনাকারী যন্ত্র হচ্ছে ‘অ্যাবাকাস’। কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ হলো গণনাকারী যন্ত্র। ল্যাটিন শব্দ ‘কম্পুটেয়ার’ (Computare) থেকে Computer শব্দের উৎপত্তি। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। ব্যাপক অর্থে কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেওয়া ডেটা ও তথ্যকে নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত ও নির্ভুলভাবে গণনা ও সম্পাদনসহ সঠিক ফলাফল প্রদান করতে পারে।
কম্পিউটার প্রযুক্তি কাকে বলে?
যে প্রযুক্তিতে কম্পিউটার তৈরি করা হয় তাকে কম্পিউটার প্রযুক্তি বলে। কম্পিউটারের কাজের পরিধি এত ব্যাপক যে কম্পিউটার দিয়ে কেবল কাজই করা নয়, অনেক যন্ত্রপাতির সঙ্গেও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা যায়।
বর্তমানে সারা বিশ্বে কম্পিউটারকে একটি বিস্ময়কর যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। শুধুমাত্র এই একটি প্রযুক্তিকে ঘিরে সারা বিশ্বের মানবসভ্যতা নতুন যুগে পৌঁছেছে। যাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ।
কম্পিউটারের কাজের গতি পরিমাপ করা হয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ।
-
কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তরঃ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে হার্ডওয়্যার বলে ৷
-
কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তরঃ কম্পিউটার বায়োস BIOS-Basic Input-Output System.
-
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তরঃ কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদারবোর্ড বলা হয় ৷
-
কম্পিউটার র্যাম কি?
উত্তরঃ কম্পিউটার র্যাম হলো স্মৃতিশক্তি ৷
-
অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?
উত্তরঃ অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে ইন্টারনেট বলা হয় ৷
-
কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ কম্পিউটার শব্দের উৎপত্তি Compute শব্দ থেকে ৷
Related Questions:-