Question:- কোনটিকে মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়?
Explanation:- মিডরেঞ্জ কম্পিউটার বলা হয় মিনিফ্রেম কম্পিউটারকে ৷
মিনিফ্রেম কম্পিউটার
মিনিফ্রেম কম্পিউটার মিনিফ্রেম কম্পিউটারের ব্যবহার এখন আর নেই। মেইনফ্রেম কম্পিউটার এবং মিনিফ্রেম কম্পিউটার (Miniframe Computer)-এর মধ্যে কাজের ধরন ও প্রক্রিয়াগত দিক থেকে তেমন কোনো পার্থক্য ছিল না। মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে মিনিফ্রেম কম্পিউটারের কাজের ক্ষমতা ও কাজের গতি তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু মেইনফ্রেম কম্পিউটারের মতো মিনিফ্রেম কম্পিউটারেও একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারতেন। মিনিফ্রেম কম্পিউটারও ছিল বহুমুখী ব্যবহারের কম্পিউটার। অফিস-আদালত, শিল্প-কারখানা, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ উপাত্ত প্রক্রিয়াকরণ এবং তথ্য ব্যবস্থাপনার জন্য মিনিফ্রেম কম্পিউটার ব্যবহার করা হত। উপাত্ত প্রক্রিয়াকরণ থেকে শুরু করে শিল্পকারখানার উৎপাদন নিয়ন্ত্রণ এবং ব্যাংক-বীমার দ্রুত ও তাৎক্ষণিক হিসেব নিষ্পন্ন করার কাজে মিনিফ্রেম কম্পিউটার ব্যবহার করা হত।
-
সিপিউ কে কম্পিউটারের কি বলা হয়?
উত্তরঃ সিপিউ কে কম্পিউটারের মস্তিস্ক বলা হয় ৷
-
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের মডেল কি ছিল?
উত্তরঃ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের মডেল আইবিএম- ১৬২০ ছিল ৷
-
বাংলাদেশে কত সালে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়?
উত্তরঃ বাংলাদেশে ১৯৯৬ সালে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয় ৷
-
বাংলাদেশে কোথায় প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়?
উত্তরঃ বাংলাদেশে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয় ৷
-
কম্পিউটারের সিপিউ মানে কি?
উত্তরঃ কম্পিউটারের সিপিউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ৷
Related Questions:-