[Question] বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা কে?
(ক) | বদরুদ্দিন ওমর |
(খ) | সৈয়দ শামসুল হক |
(গ) | আবদুল গাফফার চৌধুরী |
(ঘ) | মানিক বন্দোপাধ্যায় |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা হলেন আবদুল গাফফার চৌধুরী ৷
গল্পগ্রন্থ: সম্রাটের ছবি (১৯৫৯), সুন্দর হে সুন্দর (১৯৬০);
উপন্যাস: নাম না জানা ভোর (১৯৬২), নীল যমুনা (১৯৬৪), শেষ রাত্রির চাঁদ (১৯৭৬);
সম্পাদনা : (১৯৭২)। বাংলাদেশ কথা কয়
পরিশেষে, বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা হলেন আবদুল গাফফার চৌধুরী ৷
Also Read More:—