[Question] তিনকুলে আপন হিসেবে বুধার কয়জন আছে?
(ক) | চার জন |
(খ) | তিন জন |
(গ) | দুই জন |
(ঘ) | এক জন |
Explanation: তিনকুলে আপন হিসেবে বুধার এক জন আছে ৷
-
পাকিস্তানি সেনাদের কাছে বুধা তার নাম কী বলে?
উত্তরঃ পাকিস্তানি সেনাদের কাছে বুধা তার নাম কাকতাড়ুয়া বলে ৷
-
মাঠে বুধাকে কাকতাড়ুয়া সাজানোর পর কখন সে ছাড়া পায়?
উত্তরঃ মাঠে বুধাকে কাকতাড়ুয়া সাজানোর পর সন্ধ্যায় সে ছাড়া পায় ৷
-
কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে?
উত্তরঃ দেশ স্বাধীন হলে শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে ৷
-
কুন্তি শাপলা তুলেছে কেন?
উত্তরঃ কুন্তি শাপলা তুলেছে কারণ ক্ষুধার হাত থেকে বাঁচার জন্য ৷
-
মাটি কাটার আবদার নিয়ে বুধা কার কাছে যায়?
উত্তরঃ মাটি কাটার আবদার নিয়ে বুধা ফজু মিয়ার কাছে যায় ৷
-
‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত ফজু মিয়ার মতে বাঙ্কার কী?
উত্তরঃ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে উল্লিখিত ফজু মিয়ার মতে বাঙ্কার হলো কবর ৷
-
বুধা কাকে স্যালুট করে?
উত্তরঃ বুধা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে স্যালুট করে।