[Question] ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে ‘মরণ’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) | পরাধীনতাকে |
(খ) | আশ্রয়হীনতাকে |
(গ) | ক্ষুধাকে |
(ঘ) | মমতাহীনতাকে |
Explanation: ‘যুদ্ধ ছাড়াও মরণ থাকে’- এখানে ‘মরণ’ বলতে ক্ষুধাকে বোঝানো হয়েছে ৷
-
“মতি পাগলা দেশ স্বাধীন করতে চায়। মিলিটারির ভয়ে যারা পালায় তাদের সে ঘৃণা করে।” ‘মতি পাগলা’র সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?
উত্তরঃ এখানে মতি পাগলা’র সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধা চরিত্রের মিল রয়েছে ৷
-
বুধাকে দলে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করে কে?
উত্তরঃ বুধাকে দলে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করে মতিউর ৷
-
কোনটি বুধার প্রিয়?
উত্তরঃ গান বুধার প্রিয় ৷
-
ওর বুকের ভেতরে ভীষণ কিছু গজিয়ে উঠলে ও নদীর ধারে গিয়ে দাঁড়ায়। বুধার কি গজিয়ে উঠেছিল?
উত্তরঃ ওর বুকের ভেতরে ভীষণ কিছু গজিয়ে উঠলে ও নদীর ধারে গিয়ে দাঁড়ায়। বুধার প্রতিশোধের আগুন গজিয়ে উঠেছিল ৷
-
মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?
উত্তরঃ মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কারণ মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে ৷