[Question] উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে?
(ক) | শহীদুল্লাহ কায়সার |
(খ) | রশীদ করিম |
(গ) | জহির রায়হান |
(ঘ) | শওকত ওসমান |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হলেন রশীদ করিম ৷
শাকের “উত্তম পুরুষ” উপন্যাসের প্রধান চরিত্রে। উপন্যাসের নামের মতোই উপন্যাসটি বিবৃত হয়েছে উত্তম পুরুষে- শাকেরের ভাষ্যে।
শাকের এমন সময়ের প্রতিনিধিত্ব করে যখন বাংলা দুর্ভিক্ষ ও দাঙ্গায় ভারাক্রান্ত। দেশভাগের ক্ষণিক কাল আগের প্রেক্ষাপটে বিবৃত হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলিম ছেলের মুখে। মুসলিম শব্দটা এখানে উঠে এসেছে কারণ তখন হিন্দু ও মুসলিমদের মধ্যে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল।
হিন্দু অধ্যুষিত অঞ্চলে শাকেরের বাস। শাকেরের সঙ্গে অধিকাংশ হিন্দু বন্ধুর সাথে বন্ধুত্ব থাকলেও শাকের বুঝতে পারতো সংখ্যালঘুর প্রতি সংখ্যাগরিষ্ঠের একটা অবজ্ঞা ও বিদ্বেষমূলক ভাব বেরিয়ে আসতো। এমনটা দেখা যায় ডিকে অর্থাৎ দিলীপ কুমার ও সলিলের কথাবার্তায়।
এছাড়া আরো দেখা যায়- পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের অভ্যন্তরীণ একটা কাঠামো। এ কাঠামোতেই শাকেরের সাথে পরিচয় সেলিনার। সেলিনা হলো শাকেরের বন্ধু মুশতাকের বড় বোন। সেলিনা ও শাকেরের মধ্যেই উপন্যাসের মূল চমক ও নাটকীয় অংশটুকু ঘটে যায়। ছোট্ট উপন্যাস। জানতে হলে সংগ্রহ করে পড়ে ফেলুন।
রশীদ করিম এখানে গল্প বলেছেন নিজ জবানীতে। দেশভাগ পূর্ব সময়ে কলকাতায় বসবাসকারী এক নিম্নমধ্যবিত্ত মুসলমান বালকের গল্প। সব ক’টা বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ। শাকের নামে চরিত্রটি নিজ মুখে নিজের গল্প বলে। যে কিনা যাদুকরী ফুটবল খেলোয়াড় আর ফুটবল থেকেই গল্পের শুরু।
পরিশেষে, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হলো রশীদ করিম ৷
Also Read More:—