[Question] ওরা সে চোখের ভাষা বুঝতে পারে না- বুধার চোখের ভাষায় আসলে কী ছিল?
(ক) | প্রতিহিংসা |
(খ) | প্রতিবাদ |
(গ) | দারিদ্র্যের দহন |
(ঘ) | মুক্তির আকাঙ্ক্ষা |
Explanation: ‘ওরা সে চোখের ভাষা বুঝতে পারে না’- বুধার চোখের ভাষায় আসলে প্রতিবাদ ছিল ৷
-
বুধা কয়টি মশাল বানিয়েছিল?
উত্তরঃ বুধা চারটি মশাল বানিয়েছিল।
-
নিজের নিয়মে বড় হয়েছে কে?
উত্তরঃ নিজের নিয়মে বড় হয়েছে বুধা।
-
‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা কাকে এ কথা বলেছে?
উত্তরঃ ‘মেশিনগান বল, আমার নাম মেশিনগান’- বুধা রাজাকার কুদ্দুসকে এ কথা বলেছে।
-
বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তরঃ আহাদ মুন্সির বড় ছেলে মতিউর বাংকারের তদারকি করছিল।
-
গ্রাম থেকে কয় দিনের মাথায় কলেরা চলে যায়?
উত্তরঃ গ্রাম থেকে সাত দিনের মাথায় কলেরা চলে যায়।