আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতা কে? [MCQ]

[Question] আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতা কে?

(ক)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ)শেলে বাংলা এ কে ফজলুল হক
(গ)হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(ঘ)শেখ হাসিনা

উত্তরঃ (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


সংক্ষেপে ব্যাখ্যাঃ

আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷

১৯৫২ সালে চীনের পিকিং এ অনুষ্ঠিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ দিয়েছিলেন পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে। সে সময়ের অভিজ্ঞতার কথায় তুলে ধরা হয়েছে বইটিতে। শান্তি সম্মেলন ৩৭টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিলো।

চীন কম্যুনিস্ট দেশে, অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিলো নন-কম্যুনিস্ট মানুষ। সম্মেলনে সবার মূল কথা উদ্দেশ্য ছিলো শান্তি চাওয়া, কেউ যুদ্ধ চায় না। সে লক্ষে শান্তি পূর্ণভাবেই সম্মেলনটি সফল হয়েছিলো। বঙ্গবন্ধু ১৯৫৪ সালে জেলে থাকা অবস্থায় আড়াই পৃষ্ঠার খাতায় লিখে রাখা তথ্যগুলোকে পুঁজি করে “আমার দেখা নয়া চীন বইটি লিখেছেন। বইটি শুধু ভ্রমণকাহিনী বলা চলে না।

বইটিতে উঠে এসেছে চীনের শিক্ষা, অর্থ সামাজিক ,রাজনীতি, চীনের মানুষদের জীবন যাত্রা,কৃষক-শ্রমিকদের জীবন,শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, ইত্যাদি। সর্বমোট ২৫ দিনের যাত্রায় বঙ্গবন্ধুকে সফর করেছে রেঙ্গুন, হংকং, পিকিং, তিয়ানজিং, সাংহাই – প্রভৃতি শহরের। রেঙ্গুন থেকে ব্যাংককে যাওয়ার সময় আগে বঙ্গবন্ধু রেঙ্গুনের গৃহযুদ্ধ প্রসঙ্গে বিশ্লেষণ করে সেখানকার বিপ্লবের ব্যর্থতার কারণ খুঁজে দেখেছেন। এছাড়া পুরো চীন ভ্রমণ কালে সাধারণ জনগন থেকে সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ সবার মধ্যে প্রবল দেশপ্রেমের তীব্রতা খেয়াল করেছেন।

সবশেষে, আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top