খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

[Question] খোয়াবনামা উপন্যাসের রচয়িতা কে?

(ক)সৈয়দ সামসুল হক
(খ)আখতারুজ্জামান ইলিয়াস
(গ)জহির রায়হান
(ঘ)শওকত ওসমান

উত্তরঃ (খ) আখতারুজ্জামান ইলিয়াস


সংক্ষেপে ব্যাখ্যাঃ

খোয়াবনামা উপন্যাসের রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস ৷

প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াস কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ই ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে (মাতুলালয়ে)।

প্রশ্ন: তিনি মূলত কী?
উ: কথাসাহিত্যিক

প্রশ্ন: তাঁর রচিত প্রধান গ্রন্থগুলোর নাম লিখ।

উত্তর: উপন্যাস: চিলেকোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৬)

ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), খোঁয়ারি (১৯৮২), দুধভাতে উৎপাত (১৯৮৫), দোজখের ওম (১৯৮৯)।

প্র: আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ও উপন্যাস সম্পর্কে কী বলা হয়?

উ: অনাহার, অভাব, দারিদ্র্য ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করছে সে-সব অবহেলিত মানুষের জীবনাচরণ তাঁর গল্প ও উপন্যাসে উজ্জ্বলভাবে অঙ্কিত।

প্র: তাঁর মহাকাব্যোচিত উপন্যাস কোনটি?

উ: ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’ উভয়ই।

প্রশ্ন: ‘খোয়াবনামা’র বিষয় কী?

উত্তর: গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, ১৯৪৩-এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এ উপন্যাসে নিপুণভাবে উপস্থিত করা হয়েছে। এই উপাদানসমূহ অবলম্বন করে বাঙালির তথা মানবজীবনের সংগ্রামও এগিয়ে যাওয়াই উপন্যাসটির বিষয়।

পরিশেষে, খোয়াবনামা উপন্যাসের রচয়িতা হলো আখতারুজ্জামান ইলিয়াস ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top