লালসালু উপন্যাসের রচয়িতা কে? [MCQ]

[Question] লালসালু উপন্যাসের রচয়িতা কে?

(ক)রফিক আযাদ
(খ)কাজী আবদুল ওদুদ
(গ)সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ)সৈয়দ মুজতবা আলী

উত্তরঃ (গ) সৈয়দ ওয়ালীউল্লাহ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

লালসালু উপন্যাসের রচয়িতা হলেন সৈয়দ ওয়ালীউল্লাহ ৷

সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস। ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত। এই উপন্যাসে একদিকে যেমন বাংলার গ্রামজীবনের বাস্তব প্রকৃতি ধরা পড়েছে তার সৌন্দর্য, মাধুর্য ও কঠোরতা নিয়ে; তেমনই রূপায়িত হয়েছে অসংখ্য গ্রামীণ মানুষের জীবন। নোয়াখালি অঞ্চল থেকে মজিদ নামের একটি কূটচরিত্র গারোপাহাড়ি অঞ্চলে গিয়ে সেই এলাকার মানুষকে ধর্মের নামে কীভাবে শোষণ করে, সেই বাস্তব চিত্র আছে উপন্যাসটিতে। ধর্ম ব্যবসায়ী মজিদ অর্থ ও প্রভাব বৃদ্ধির সঙ্গে অল্পবয়সী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। সে গ্রামের মোড়লদেরও প্রভাবিত করে। পাশের গ্রামে অন্য পিরের আগমন হলে, নিজের দাপট খর্ব হবে বিবেচনায়, তাকে মারধর দিয়ে উচ্ছেদ করে।

এদেশে মজিদের মতো চরিত্র আজো গ্রামে ও শহরে প্রচুর। তবে স্বল্পবয়সী স্ত্রী জমিলা কর্তৃক সে লাঞ্ছিত হয়, মাজারের গায়ে পা লেগে থাকে জমিলার। উপন্যাসে জমিলা বিদ্রোহিণী, প্রতিবাদের প্রতীক। ‘লালসালু’র একটি বহুমাত্রিক কালোত্তীর্ণ উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, খালেক ব্যাপাবি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা। ঔপন্যাসিক ধর্মব্যবসায়ীদের উপলক্ষ করে লিখেছেন: ‘খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে।’ উপন্যাসটি ‘Tree Without Roots’ নামে অনূদিত হয়ে (১৯৬৭) খ্যাতি অর্জন করে।

পরিশেষে, লালসালু উপন্যাসের রচয়িতা হলো সৈয়দ ওয়ালীউল্লাহ ৷

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

5/5(3 votes)
Scroll to Top