[Question] পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে?
(ক) | বদরুদ্দিন ওমর |
(খ) | সৈয়দ শামসুল হক |
(গ) | আবদুল গাফফার চৌধুরী |
(ঘ) | মানিক বন্দোপাধ্যায় |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হলেন মানিক বন্দোপাধ্যায় ৷
‘পদ্মানদীর মাঝি’ (১৯৩৬) উপন্যাস ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূলকাহিনি। সম্ভবত এটি প্রথম বাংলা উপন্যাস, যেখানে আদ্যন্ত কথোপকথনে পূর্ববঙ্গীয় উপভাষা ব্যবহৃত হয়েছে। প্রকৃতি ও মানুষের হাতে নির্যাতিত একটি গোষ্ঠীজীবনের ছোটো ছোটো সুখদুঃখ ভালোবাসা রিরংসা অসহায়তা ও আত্মরক্ষার তীব্র জৈবিক ইচ্ছার কাহিনি, গরিব মানুষের বেঁচে থাকার আগ্রহ ও সংগ্রামের সাহস, সেই সঙ্গে হোসেন মিঞা নামক এক রহস্যময় ব্যক্তিত্বের উপস্থিতি উপন্যাসটিকে বাংলা সাহিত্যে অমরত্ব দিয়েছে। উল্লেখযোগ্য চরিত্র: কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা। কুবের-কপিলার আন্তঃ- সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।
পরিশেষে, পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হলো মানিক বন্দোপাধ্যায় ৷
Also Read More:—