[Question] পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে?
(ক) | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
(খ) | সত্যজিৎ রায় |
(গ) | প্যারীচাঁদ মিত্র |
(ঘ) | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
সংক্ষেপে ব্যাখ্যাঃ
পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৷
‘পথের পাঁচালী’ (১৯২৯) বিভূতিভূষণের প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। প্রথম প্রকাশিত হয় ‘বিচিত্রা’ পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাসের রঞ্জন প্রকাশালয়, কলকাতা থেকে। এই কাহিনির পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। এর প্রধান অংশই হলো একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয়। প্রত্যেকটি আপাততুচ্ছ বিষয় ও ঘটনা নিয়ে আসে রহস্য ও সৌন্দর্যের আভাস, সবই মূল্যবান ও আনন্দময়। এই আনন্দ ‘পথের পাঁচালী’র প্রাণ। এর তিনটি ভাগ: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রুর সংবাদ।
উপন্যাসের দ্বিতীয় খণ্ড ‘অপরাজিত’ (১৯৩১)। ‘পথের পাঁচালী’র নায়ক বালক অপু। দ্বিতীয় অংশে অপুর কৈশোর ও যৌবনের কাহিনি। ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। ‘পথের পাঁচালী’র উল্লেখযোগ্য চরিত্র: অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া। ‘পথের পাঁচালী’ নিয়ে রবীন্দ্রনাথের উচ্চমন্তব্য আছে : ‘এই বইখানিতে পেয়েচি যথার্থ গল্পের স্বাদ। এর থেকে শিক্ষা হয় নি কিছুই। দেখা হয়েছে অনেক যা পূর্বে এমন করে দেখি নি।
সবশেষে, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৷
Also Read More:—